আসামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

আসামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) বা নাগরিকপঞ্জি প্রকাশ হবে আজ শনিবার (৩১ আগস্ট)।  এ লক্ষ্যে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুয়াহাটিসহ রাজ্যের উত্তেজনাপ্রবণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  রাজ্যজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৫১ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে। শুক্রবার আসামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কুলধর শইকিয়া জানিয়েছেন, রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৫১ কোম্পানি সিএপিএফ পাঠিয়েছে কেন্দ্র। আগে থেকেই রাজ্যে ১৬৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা রয়েছে। শান্তি বজায় রাখতে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


এদিকে, তালিকা থেকে ৪১ লাখ লোক বাদ পড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন। নাগরিকপঞ্জি প্রকাশকে ঘিরে আসামের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘সকাল ১০টার মধ্যে অনলাইনে তালিকা প্রকাশ করা হবে এবং যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা রাজ্য সরকার স্থাপিত নিকটস্থ সেবাকেন্দ্রে যেয়ে তাদের অবস্থা যাচাই করতে পারবেন।’ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের নাম চূড়ান্ত নাগরিকপঞ্জিতে আসেনি সব ধরণের আইনগত ব্যবস্থা না নেওয়ার আগ পর্যন্ত তাদেরকে বিদেশি বলা যাবে না। তালিকা থেকে যারা বাদ পড়েছেন তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ৬০ থেকে ১২০ দিনের মধ্যে তাদেরকে এ আবেদন করতে হবে।


আন্তর্জাতিক ডেস্ক

Related articles