বিমানবন্দর এলাকায় মার্কেট দখল করতে সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম: রাজধানীর বিমানবন্দর গোল চত্বর এলাকায় মার্কেট দখল করতে হামলা করেছে সন্ত্রাসীরা। তারা এ সময় মার্কেটের দোকানদারদের মারধর এবং মালামাল লুট করে। কয়েক রাউন্ড গুলি করে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। রবিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
…
জানা গেছে, রবিবার সকালে দুই দফায় ২০ থেকে ২৫ জনের সন্ত্রাসীদল বাবুস সালাম ওয়াকফ মার্কেটে হামলা করে। এ সময় অনেক ব্যবসায়ী তাদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাদের মারধর এবং দোকান দখলের চেস্টা করেন। ব্যবসায়ীরা প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর হামলা করা হয়। পরে ১৯ নম্বর দোকানটি দখল করে। নাম প্রকাশ না করার শর্তে মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। মার্কেটের আশপাশে তারা অবস্থান নেয়। গুলিও করে। সন্ত্রাসীরা আমাদের উচ্ছেদ করার চেষ্টা করছে। অথচ আমরা নিয়মিত ভাড়া দিয়ে আসছি। পুলিশের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের হামলায় দুই ব্যবসায়ী গুরুতর জখম হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনিসুর রহমান ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আনিসুর রহমান অনেক দিন ধরে মার্কেটটি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। তারা গত ২৭ মাস মার্কেটের প্রায় আড়াই কোটি টাকা ভাড়া তুলে আত্মসাৎ করেছেন। অথচ জায়গাটি ওয়াকফ স্টেটের। অনেকের দোকান নিয়ে আদালতে মামলা পর্যন্ত চলছে। মার্কেটে ২০টি দোকানের পাশাপাশি মসজিদ ও মাদ্রাসা রয়েছে।’
…
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘এমন সংবাদে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কারা হামলা করেছে তা তদন্ত করে বলা যাবে।’