২১ অক্টোবর কানাডার কেন্দ্রীয় সাধারণ নির্বাচন
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার ৪৩ তম সাধারণ নির্বাচন।নির্বাচনে প্রধান দুই দল, লিবারেল পার্টি আর কনজারভেটিভ পার্টির মধ্যে মূল লড়াই হলেও আরো চারটি দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। সেগুলো হচ্ছে তৃতীয় শক্তিশালী দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ব্লক কুইবেক, গ্রিন এবং পিপলস পার্টি।
প্রস্তুতিকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা।
বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও সংগঠন বেশ কয়েকটি জরিপে দেখা গেছে লিবারেল পার্টি এগিয়ে আছে। জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তার কাছে কনজারভেটিভ পার্টির এন্ড্রো স্কিয়ারের জনপ্রিয়তা প্রায় শুন্যে কোঠায়। তবে প্রতিক্রিয়াশীল কনজারভেটিভ পার্টির সাদা ভোটাদের পরিমাণ বেশি আর কালো-বাদামী অর্থাৎ সিংহ ভাগ অভিবাসীরা লিবারেল সমর্থক। লিবারেল পার্টির নেতা জাস্টিন এ ব্যাপারে বলেন, ‘আমাদের একটি প্রগতিশীল বিরোধীদলের চেয়ে প্রগতিশীল সরকার দরকার।’
২০১৫ সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল লিবারেল পার্টি। সেবার ৩৩৮টি আসনের মধ্যে ১৮৪টি আসনে তারা জয় পায়, বিরোধী কনজারভেটিভ পার্টি জয় পায় ৯৯টি আসনে, ৪৪ আসনে জয় লাভ করে এনডিপি। বাকি যেসব দল রয়েছে তারা কেউই পার্লামেন্টের দলীয় স্ট্যাটাস পায়নি।