নুসরাত হত্যা মামলার রায় কাল
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় অনুষ্ঠিত হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহমেদ জানান, দু’পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে গত ৩০ সেপ্টেম্বর বিচারক রায়ের এই দিন ঠিক করে দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুুনালের বিচারক মামুনুর রশীদের আদালতে গত ৩০ সেপ্টেম্বর ১৬ জন আসামির মধ্যে ১৫ জন আসামিকে হাজির করা হয়। আসামি কামরুন নাহার মনি বন্দী থাকা অবস্থায় সন্তানের মা হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়নি।
দীর্ঘ ৪৭ দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয় যুক্তিতর্ক। শুরুতে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছেন পরে আসামি পক্ষ যুক্তি উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল মারা যান নুসরাত জাহান রাফি।