শেখ হাসিনার অভিনন্দন ট্রুডোকে
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। সদ্য সমাপ্ত ফেডারেল নির্বাচনে বিজয়ী হওয়ায় জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তিনি ট্রুডোকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় শেখ হাসিনা বলেন, আমার বিশ্বাস, আপনার এই বিজয় বিশ্ব নেতৃত্ব হিসেবে সত্যিকারের স্বীকৃতি।
শেখ হাসিনা বলেন, কানাডার সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সর্বদা গুরুত্ব দেয়। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর অমূল্য অবদানকে বাংলাদেশের জনগণ স্মরণ করে। তখন থেকে আমাদের জনগণের মধ্যে সাধারণ উদারনৈতিক আদর্শ এবং সাংস্কৃতিক সম্পর্কের মধ্যদিয়ে ঘনিষ্ঠ অব্যাহত রেখেছি।
তিনি আরো বলেন, আপনি ২০১৫ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্য গতি অর্জন করেছে। রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় আপনার সক্রিয় এবং অবিচ্ছিন্ন সহায়তার জন্য আমরাও আপনার কাছে কৃতজ্ঞ। আমি নিশ্চিত যে, আমাদের দু’দেশের বন্ধুত্বপূর্ণ, উষ্ণ এবং দুর্দান্ত সম্পর্ক রয়েছে তা সামনের বছরগুলোতে আরো জোরদার হবে।