যুক্তরাজ্যে লরিতে উদ্ধারকৃত মৃত ৩৯ জনই চীনা নাগরিক
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: যুক্তরাজ্যে একটি লরি থেকে উদ্ধারকৃত ৩৯ জনের মরদেহ সবাই চীনের নাগরিক বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ বিভাগ।
গার্ডিয়ানের খবর অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত লরি থেকে বৃহস্পতিবার উদ্ধার হওয়া ৩৯ মরদেহের মধ্যে আটজন নারী এবং ৩১ জন পুরুষ।
এই খুনের সঙ্গে জড়িত অভিযোগে লরিটির ২৫ বছর বয়সী চালক মো রবিনসনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিনসন নর্দান আয়ারল্যান্ডের আর্মাগ কাউন্টির পোর্টাডাউনের বাসিন্দা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
লরিটি বেলজিয়ামের জিব্রুগা বন্দর থেকে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে টেমস নদীর পারফ্লিট নদীবন্দরে আসে। রাত ১টা পাঁচ মিনিটের একটু পরে লরিটি পারফ্লিটের বন্দর ত্যাগ করে।
এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স কর্মীরা কাছাকাছি গ্রেইস শহরের ওয়াটারগ্লেইড শিল্প পার্ক এলাকায় লরির ভেতরে মরদেহগুলো পান।
এসেক্স পুলিশের উপপ্রধান কনস্টেবল পিপা মিলস জানিয়েছেন, লরিটিকে পরে টিলবুরি ডকসের একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়।