সাকিব আল হাসানকে কারণ দর্শানোর চিঠি পাঠাবে বিসিবি
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: কয়েক দিন আগে বিসিবির বিভিন্ন অনিয়ম তুলে ধরে ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘট করেন সাকিব আল হাসানসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা।এর মধ্যেই দেশের শীর্ষস্থানীয় একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘গ্রামীণফোন’ এর পণ্যদূত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর পুরো ব্যাপারটাই হয়েছে বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক অনাপত্তিপত্র না নিয়েই। আর তাতেই ক্ষেপেছেন দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সাকিবের বিরুদ্ধে টেলিকম কোম্পানির সঙ্গে নিয়মবহির্ভূত চুক্তি করায় কারণ দর্শানোর চিঠি পাঠাবে বিসিবি।
চুক্তি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের আইন অনুযায়ী কোনোভাবেই এটা সে করতে পারে না।’
গত ২২ অক্টোবর গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী, জাতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় ইচ্ছেমত যেকোনো টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন না।