লিবিয়া থেকে ফিরলেন ১১৪ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ১১৪ বাংলাদেশি

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ১১৪ বাংলাদেশিকে আটকের পর দেশে পাঠিয়ে দিয়েছে লিবিয়া সরকার। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট ১১৪ জন বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যাত্রীরা লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। বর্তমানে তারা ট্রানজিট পয়েন্টে অবস্থান করছেন। সকাল ৮টা ১৫ মিনিটে বিআরকিউর একটি ফ্লাইটে ১১৫ জনকে আনা হয়। প্রত্যেককে খাবার ও ৪ হাজার ৭৫০ টাকা করে দেয়া হয়। তিনি আরো জানান, এই যাত্রীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়া যায়। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যায়, সেখান থেকে দালালরা ত্রিপোলিতে নিয়ে আসে। সেখান থেকে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনীরা এদের আটক করে। দালালরা ১১লাখ থেকে ১২-১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।


যাত্রীরা কেউ ৬ মাস, কেউ ৯ মাস জেল খেটেছে। পরবর্তীতে জাতিসংঘের দ্য ইউনাইটেড নেশনস মাইগ্রেশন এজেন্সি আউট পাস নিয়ে বাংলাদেশে নিয়ে আসে বলে জানান তিনি।

এসবিডি নিউজ ডেস্ক