দাবী আদায়ে পাশে থাকতে চাই: সাবিরা ইসলাম
ভাবছি, আমার ভাইবোনদের কাছে কীভাবে পৌঁছা যায়। তাদের বিরক্ত না করে। ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন। আমি সাবিরা ইসলাম সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।
…
জানি, এখন সবাই ডিইউজে সদস্যদের ফোন করে, বার্তা পাঠিয়ে সমর্থন প্রার্থনা করছেন। এতে অনেকে বিরক্ত হচ্ছেন। কারণ একজন তো নয়, অনেকজন একই বার্তা পাঠাচ্ছেন, একইভাবে ভোট চাইছেন।
জানি, এখন সবাই ডিইউজে সদস্যদের ফোন করে, বার্তা পাঠিয়ে সমর্থন প্রার্থনা করছেন। এতে অনেকে বিরক্ত হচ্ছেন। কারণ একজন তো নয়, অনেকজন একই বার্তা পাঠাচ্ছেন, একইভাবে ভোট চাইছেন।
…
আমি আমার ভাইবোনদের বিরক্ত না করে তাদের কাছে পৌঁছতে চাই। সমর্থন পেতে চাই তাদের। বলতে চাই, আমি আপনাদের বোন। আপনাদের জন্য কাজ করার সুযোগ দিন আমাকে।
আমি আমার ভাইবোনদের বিরক্ত না করে তাদের কাছে পৌঁছতে চাই। সমর্থন পেতে চাই তাদের। বলতে চাই, আমি আপনাদের বোন। আপনাদের জন্য কাজ করার সুযোগ দিন আমাকে।
…
আমি নেতা ছিলাম না। তবু পাশে ছিলাম। দাবী আদায়ে রাজপথে নেমেছি। রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি। এখনও নেতা হতে চাই না। চাই, আপনাদের দাবী আদায়ে আপনাদের পাশে থেকে আরো সক্রিয় থাকতে। আপনারা আপনাদের ভোট প্রদান করে আপনাদের আপার পাশে থাকুন। আপা আপনাদের পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।
আমি নেতা ছিলাম না। তবু পাশে ছিলাম। দাবী আদায়ে রাজপথে নেমেছি। রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি। এখনও নেতা হতে চাই না। চাই, আপনাদের দাবী আদায়ে আপনাদের পাশে থেকে আরো সক্রিয় থাকতে। আপনারা আপনাদের ভোট প্রদান করে আপনাদের আপার পাশে থাকুন। আপা আপনাদের পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।