রাত হয়ে এলে…
~~~রাত হয়ে এলে~~~
–নূর কামরুন নাহার–
–নূর কামরুন নাহার–
********************************************************************************
রাত হয়ে এলে
ঝাপসা মুখ উজ্জ্বল হয়ে যায়
সিন্দুকে তুলো রাখা পুতুলগুলো
কথা বলে, দৌড়ায় কানামাছি খেলে।
শহুরে বাতি নিভে জ্বলে সলতের হারিকেন।
লালচে আলোয় দেখা যায়
তাল পাখা নাড়া হাত, কোলবালিশ।
ঘোমটার ফর্সা কপাল, মুক্তোদানার ঘাম
কসাইখানার বাতি, মাঠ
জানালার শিক, সন্ধ্যামালতি।
রাত হয়ে এলে
মৃতপূরী জেগে উঠে
জীয়ন কাঠির ছোঁয়ায় জেগে উঠে রাজকন্যা
সোনার আপেল, সোনার পাখি
রিন রিন কন্ঠে শোনা যায় গান
‘চাদের হাসির বাঁধ ভেঙ্গেছে উছলে পড়ে আলো ’
_____________________
_____________________