হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়

হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: লেখক ও অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন এ রায় ঘোষণা করেন। আদালত আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে সাবু।

এর আগে গত ২৭ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

২০১২ সালের ৩০ এপ্রিল গোয়েন্দা পুলিশের (সিআইডি) পরিদর্শক লুৎফর রহমান পাঁচ আসামির বিরুদ্ধে হত্যাচেষ্টার পরিবর্তে হত্যার অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেন। এরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ‘র (জেএমবি) সূরা সদস্য আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহিদ, সালাহউদ্দিন ওরফে সালেহীন, মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শাওন, রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ ও নুর মোহাম্মদ ওরফে সাবু।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি প্রিজনভ্যানে হামলা চালিয়ে জঙ্গিরা যে তিন আসামিকে ছিনিয়ে নেয় তার মধ্যে সালাহউদ্দিন ওরফে সালেহীন এবং রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ এ মামলার আসামি। এদের মধ্যে রাকিব ওইদিন রাতে ধরা পড়ে এবং পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যায়। মিজানুর রহমান এবং আনোয়ারুল আলম কারাগারে আছেন। নুর মোহাম্মদ এবং সালেহীন পলাতক রয়েছেন।

এসবিডি নিউজ ডেস্ক