আমাদের লক্ষ্য পরিস্কার: পুতিন
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ইউক্রেনে রুশ সেনারা মহৎ উদ্দেশ্য নিয়ে যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি অবশ্যই সফল হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার ভোসতোচনিতে একটি পুরস্কার বিরতণী অনুষ্ঠানে যোগ দিয়ে রুশ প্রেসিডেন্ট এ কথা বলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র খবরে বলা হয়, ওই অনুষ্ঠানে পুতিন আরও বলেন, “রাশিয়ার মানুষদের বাঁচাতে ও নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে সামরিক অভিযান চালানো ছাড়া তাদের হাতে অন্য কোনো উপায় ছিল না।”
পুতিন বলেন, “রাশিয়ার অন্য কোনো উপায় ছিল না। রাশিয়ানদের বাঁচাতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো জরুরী হয়ে পড়ে।”
ইউক্রেনে তার সেনারা সফল হবেই এমন দাবি করে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “এটা হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের লক্ষ্য একদম পরিস্কার। আমাদের উদ্দেশ্যগুলো মহৎ।”
তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো দোনবাসে থাকা সাধারণ মানুষকে সহায়তা করা।”
প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।