রিজার্ভ কমছে,বাড়ছে ডলারের দাম

রিজার্ভ কমছে,বাড়ছে ডলারের দাম

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: একদিনের ব্যবধানে আরও রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আজ রিজার্ভ কমে নেমেছে ৩৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে। গতকাল রিজার্ভ ছিল ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার। বুধবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো গতকাল রিজার্ভ নেমে আসে ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। এদিকে, আরও ৫০ পয়সা বেড়েছে মার্কিন ডলারের দাম। আজ আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা দরে। যা আগের দিন ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা। আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে ৯৪ টাকা করে। যা গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করেছিল। সে হিসাবে আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫ পয়সা। এ ছাড়া ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার দরও বেড়েছে।

অর্থনীতি ডেস্ক

Related articles