দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক

দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। তাই সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। আর অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। কারণ সরকার ঋণগ্রস্ত হয়ে পড়েছে। পাশাপাশি দেশের রপ্তানি ও প্রবাসী আয় একেবারে কমে যাচ্ছে। আমদানি ব্যয় বাড়ছে; রির্জাভ কমে যাচ্ছে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরকার মেগা প্রকল্পের নামে নেয়া ঋণের বোঝা বইতে পারবে না বলে সন্দেহ প্রকাশ করে জি এম কাদের বলেন, সামনের নির্বাচনে সব দল অংশ নেবে বলেও মনে হচ্ছে না। দেশ এখন পুরোপুরি অনিশ্চয়তার দোলাচলে দুলছে। এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ এ কথা সংসদে বলেছি; বাইরেও অনেকবার বলেছি।

এ সময় মহানগর জাপার সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপা সভাপতি আবুল মাসুদ চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসবিডি নিউজ ডেস্ক

Related articles