হামিদুল হক; ডিজিএফআই নতুন মহাপরিচালক

হামিদুল হক; ডিজিএফআই নতুন মহাপরিচালক

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল হামিদুল হক। লে. জেনারেলে পদোন্নতি পাওয়া মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তাবরেজ শামস চৌধুরী আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি হচ্ছেন। সেনা সদর দপ্তর থেকে গতকাল এ-সংক্রান্ত আদেশ জারি হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাশেলুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজারে ১৯৭০ সালে জন্মগ্রহণ করা হামিদুল হক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন ১৯৮৮ সালে। প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে কমিশন পান। সর্বশেষ তিনি সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে ২০৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল হামিদুল হক।

এসবিডি নিউজ ডেস্ক

Related articles