ইতালিতে কয়েকটি দেশের নাগরিকদের বৈধতা স্থগিত

ইতালিতে কয়েকটি দেশের নাগরিকদের বৈধতা স্থগিত

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: কর্ম ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেবে ঢাকায় ইতা‌লি দূতাবাস। আগামী ২০ অক্টোবর থে‌কে আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হ‌বে। বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জা‌নিয়েছে ঢাকায় ইতা‌লি দূতাবাস।

বিজ্ঞ‌প্তিতে জানা‌নো হয়, বিপুল সংখ্যক জাল নথি বা ডকুমেন্টের কারণে ইতালি সরকার ১১ অক্টোবর ২০২৪ পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের অনুকূলে ইস্যুকৃত সকল কর্ম অনুমোদন-এর বৈধতা স্থগিত করেছে। যা যথাযথ যাচাইকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ১১ অক্টোবর ২০২৪ এর (এন ১৪৫) আইনি নির্দেশনা অনুযায়ী ইতালির প্রভিনপিয়াল ইমিগ্রেশন অফিস (স্পোর্টেলো ইউনিকো-এস ইউ আই) থেকে নিশ্চিতকরণের পরে স্থগিতকৃত কর্ম অনুমোদন-এর যাচাইকরণ সম্পন্ন হওয়া সাপেক্ষে ইতালি দূতাবাস কর্ম ভিসা ইস্যু করবে।

এসবিডি নিউজ ডেস্ক