কর্মীরা আমাদের সাফল্যের ভিত্তি: সুবল সাহা
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: গাজীপুরে নিজেদের সাড়ে ৪ হাজার কর্মীর মধ্যে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ ও ১৫শ’ নারী শ্রমিকদের জন্য রশোদ ফেয়ার প্রাইস শপ ও স্কয়ার টয়লেট্রিজের সহায়তায় হাইজিন প্রোগ্রামের আয়োজন করেছে এসপি গ্রুপ এবং দ্য কটন গ্রুপ।
৯ জানুয়ারি (বৃহস্পতিবার) হ্যাপি নিউ ইয়ার ২০২৫ উপলক্ষে বাস্কেট ডিস্ট্রিবিউশন বাই’ বিএন্ড সি’ শিরোনামে এই প্রোগ্রামটি গাজীপুর জেলার সদর উপজেলার মেম্বার বাড়ি বানিয়াচালা এএমসি কারখানার হল রুমে অনুষ্ঠিত হয়।
এএমসি নিট কম্পোজিট, এসপি গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এবং তাদের বায়ার দ্য কটন গ্রুপের সঙ্গে সম্মিলিতভাবে তাদের সাড়ে ৪ হাজার কর্মীকে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়েছেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল এবং গমের আটা। তাছাড়া এএমসি কারখানার কর্মী ও তাদের ছেলে মেয়েদের বিনামূল্যে দেশ বিদেশে শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুবল চন্দ্র সাহা, দ্য কটন গ্রুপের চিফ অপারেশন অফিসার লুক পিংক্সটন। এটি নিয়ে দ্বিতীয়বার দ্য কটন গ্রুপ – এর পক্ষ থেকে এ এম সি কর্মীদের জন্য ফ্রি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।
সুবল সাহা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের কর্মীরা আমাদের সাফল্যের ভিত্তি। চ্যালেঞ্জিং সময়ের মধ্যে এই উদ্যোগটি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের এবং আমাদের কর্মী ও তাদের পরিবারের প্রতি সমর্থন নিশ্চিত করার একটি উপায়। আমরা তাদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার জন্য আমাদের পদক্ষেপগুলো অব্যাহত রাখব।
লুক পিংক্সটন একই মত প্রকাশ করে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যবসায়িক সাফল্য সেই সব মানুষের কল্যাণের সঙ্গে সম্পর্কিত যারা এর পেছনে কাজ করে। এই উদ্যোগটি শুধুমাত্র গ্রোসারি বিতরণ নয়, এটি আমাদের প্রশংসা দেখানোর এবং আমাদের একসঙ্গে যাত্রায় অবদান রাখা মানুষের জীবনে একটি অর্থপূর্ণ পরিবর্তন আনার উদ্দেশ্য।