ট্রেন চলবে নতুন সময়সূচি অনুযায়ী
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: আগামী ১০ মার্চ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে ট্রেন। বাংলাদেশ রেলওয়ের ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ মার্চের ১০ তারিখ থেকেই কার্যকর হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যদিয়ে ১ বছর তিন মাস ১০ দিন পর নতুন সময়সূচিতে চলাচল করবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সকল ট্রেন। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়ে একযোগে ওয়ার্কিং টাইম টেবিল নং-৫৪ (ডব্লিউটিটি) চালু করবে।
রেলওয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন টাইম টেবিল অনুযায়ী, সারা দেশের সব আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু ও গন্তব্যে পৌঁছার সময় পরিবর্তন আসবে। আন্তঃনগর ছাড়াও মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আসবে বলে জানা গেছে। মার্চ থেকে চালু হতে যাওয়া রেলওয়ের নতুন সময়সূচি–৫৪ কার্যকর হলে ট্রেনের ভ্রমণ সময় কমে আসবে বলেও জানা গেছে।
এর আগে ২০১৭ সালের ১ মার্চ ৫১ নম্বর টাইম টেবিল। ২০২০ সালের ১০ জানুয়ারি ৫২ নম্বর টাইম টেবিল এবং ২০২৩ সালের ১ ডিসেম্বর ৫৩তম ওয়ার্কিং টাইম টেবিল কার্যকর করেছিল বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক, ট্রাফিক (পরিবহন) মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে আগামী ১০ মার্চ ওয়ার্কিং টাইম টেবিল নং-৫৪ কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্চের ১০ তারিখ চালু করার লক্ষ্য নিয়ে আগানো হচ্ছে। প্রাথমিক ভাবে ১০ মার্চ কার্যকর হওয়ার কথা রয়েছে।