আলেম সমাজের বিক্ষোভ ও সমাবেশ

আলেম সমাজের বিক্ষোভ ও সমাবেশ

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আহুত ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ ও সমাবেশ করেছে আলেম সমাজ।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা-জনতা ঐক্য পরিষদ ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন- মুফতি হারুন ইজহার হাফি, মুফতি ফকরুল ইসলাম, আহমেদ রফিক, ড. সারোয়ার হোসেন, তানজিল আরেফিন আদনান, আবু ত্বহা মুহাম্মাদ আদনান, আসিফ আদনান, মাওলানা নাজমুস সাকিব, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ ইসহাক খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইজরাইলি বর্বরতার বিরুদ্ধে আজ বিশ্ব বিবেক নিশ্চুপ। এক বিংশ শতাব্দীতে এমন গণহত্যা কোনো বিবেক সমর্থন করতে পারে না। তবুও আজকে মানবাধিকারের ঠিকাদার দেশগুলো নির্বিকার। আরব দেশগুলোর শাসকরা নিজেদের ক্ষমতা আঁকড়ে থাকার জন্য ইসরাইল-আমেরিকার গোলামি করছে। শিশু-নারীদের রক্তাক্ত আর্তনাদ ওইসব শাসকদের কানে পৌঁছায় না। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইজরাইলি বর্বরতার সমর্থন দিয়ে যাচ্ছে। আর জাতিসংঘ মায়া কান্না করছে। তাই ইসরাইলি আগ্রাসন থামাতে তাদের সব পণ্য বয়কটের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানান তারা। এর আগে জোহরের নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদ আলেমদের নেতৃত্বে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল অংশ নেয়।

এসবিডি নিউজ ডেস্ক