এপ্রিল ফুলের ছড়া
১.
ধার করে আর সম্পর্কটা
যাচ্ছেনা তো টানা,
ফল কি হবে অবশেষে
আছে আমার জানা।
তবু আমি মুগ্ধ হয়ে
দেখি তোমার খোলা চুল,
বোকা আমি বোকাই আছি
একেই বলে এপ্রিল ফুল !!
২.
ইস্কুল থেকে হাই-স্কুলে
তারপর এই কলেজে,
পাশা-পাশি বসত মোদের
আছি একই ভিলেজে।
তোমায় দাবি করতেই পারি
অগ্রাধিকার বলে,
তাই বলে কি বানাও বোকা
প্রতি এপ্রিল ফুলে ?
৩.
আমি যদি বায়ে বলি
তুমি চলো ডানে,
তোমার আমার দ্বন্ধ-কলহ
পাড়া পড়শিও জানে।
হঠাৎ তোমার কোমল মতি
আমার প্রতি ক্যান ?
আমায় নিয়ে করছো কি
এপ্রিল ফুলের প্ল্যান ?
৪.
হাজারটা দিন বৃথা গেলো
তোমার পিছু ঘোরে,
সাড়া কভূ দাওনি আমায়
কখনো ভুল করে।
হঠাৎ তুমি বললে যেতে
অতি দ্রুত চানখাঁর পুল,
ঘন্টা দুয়েক দাঁড় করায়ে
বললে ফোনে এপ্রিল ফুল !!