নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি ৮ এপ্রিল
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি ৮ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। ১ এপ্রিল (রোববার) আসামিপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।
এর আগে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবির ট্রাইব্যুনালকে জানান, নিজামীর আইনজীবী তাজুল ইসলাম দেশের বাইরে অবস্থান করায় সময়ের প্রয়োজন। তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে যুক্তি উপস্থাপনের জন্য ১০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন উপস্থাপন করছেন আসামিপক্ষের আইনজীবী ফরিদউদ্দিন খান।