পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে স্বঘোষিত ‘‘ডন অব বাংলাদেশ’’ আতিকুর রহমান শামীম গাজি’কে নাইন এমএম পিস্তল সহ আটক করেছে র্যাব
খন্দকার দেলোয়ার জালালী, পটুয়াখালী থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে স্বঘোষিত ‘‘ডন অব বাংলাদেশ’’ আতিকুর রহমান শামীম গাজি’কে নাইন এমএম পিস্তল সহ আটক করেছে র্যাব। ২ এপ্রিল (সোমবার) বেলা আড়াইটার সময় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
র্যাব – ৮ পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার নুর উজ জামান জানান, ধৃত শামীম নিজেকে ‘‘ডন আব বাংলাদেশ’’ নামে পরিচয় দিয়ে আসছিলো। সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্র্ ব্যবসার সাথে জড়িত। শামীমের বেপরোয়া চাঁদাবাজীতে এলাকার সাধারন মানুষ জিম্মি হয়ে পরেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১টি মএম পিস্তল (ইউএস), ২ রাউন্ড গুলি ও ১টি বিদেশী ছোড়া সহ আটক করা হয়েছে।
উল্লেখ্য, ধৃত শামীম ১টি হত্যা সহ অসখ্য মামলার আসামী। তার বিরুদ্ধে র্যাব বাদি হয়ে একটি মামলা করার প্রস্ততি চলছে।