বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদের রহস্যজনক মৃত্যু
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ চট্টগ্রামের স্টেশন রোডে সিলভার ইন হোটেলের একটি কক্ষ থেকে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ারা তালসরা দরবারে র্যাবের দুই কোটি টাকা লুটের ঘটনা তদন্তে ৫ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে তাঁর বাইরে যাওয়ার কথা ছিল। গতকাল বুধবার রাতে তিনি এই হোটেলে ওঠেন।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, সকালে সুইপার তাঁর দরজায় টোকা দিলেও ভেতর থেকে সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর হোটেল মালিককে খবর দেয়া হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে দুপুরে লাশ উদ্ধার করা হয়। বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ লাশের সুরতহাল তৈরি করছিলেন।
র্যাব-৭-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল আহসান সরোয়ার জানান, আনোয়ারার তালসরা দরবার শরিফের দুই কোটি টাকা লুটের মামলায় র্যাবের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বিমানবাহিনীর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান আসামি। এ ঘটনায় বিমানবাহিনীর পক্ষ থেকে নিজস্ব তদন্তে মামুনুর রশীদ চট্টগ্রামে গিয়েছিলেন।