ধানমন্ডি থানা থেকে মাত্র একশ’ গজ দূরে এনা প্রপার্টিজের ২০ রাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর ধানমন্ডিতে ৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে এনা প্রপার্টিজের ২০ রাখ টাকা ছিনতাই হয়েছে। ধানমন্ডি থানা থেকে মাত্র একশ’ গজ দূরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, ধানমন্ডির ৫ নম্বর রোডের হারুন আই হসপিটালের সামনে দুইটি মোটরসাইকেলে আগ্নেয়াস্ত্রধারী ছিনতাইকারীরা প্রাইভেট কারের গতি রোধ করে এ ছিনতাই করে। এ ঘটনায় এনা প্রপার্টিজের সহকারী ম্যানেজার আলমগীর হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও ভূক্তভোগী জানায়, এনা প্রপার্টিজের সহকারী ম্যানেজার আলমগীর হোসেন দুপুর ২ টার দিকে আইএফআইসি ব্যাংক ধানমন্ডি শাখা থেকে ২০ লাখ টাকা তুলে তিনি প্রাইভেট কারে করে বিজয়নগর এনা প্রপার্টিজের অফিসে যাচ্ছিলেন। প্রাইভেট কারটি ধানমন্ডির ৫ নম্বর রোডের হারুন আই হসপিটালের সামনে পৌঁছলে দুইটি মোটরসাইকেল সামনে ও পিছনে দাঁড়িয়ে গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে আলমগীর হোসেনের কাছ থেকে ২০ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তিনি চিত্কার দিলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে ৫ নম্বর রোড দিয়ে গ্রীণ রোডের দিকে চলে যায়।
ঘটনার পর ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান জানান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজের এ টাকা ছিল। তবে তারা ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলনের সময় পুলিশী নিরাপত্তাও নেয়নি। ধারণা করা হচ্ছে টাকা বহনকারী এনা প্রপার্টিজের সহকারী ম্যানেজার আলমগীর হোসেনের সঙ্গে ছিনতাইকারীদের যোগাযোগ ছিল। এ কারণে মামলার বাদী আলমগীর হোসেন ও প্রাইভেট কার চালককেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তাদের ব্যবহূত মোবাইল ফোন দুইটি জব্দ করা হয়েছে।