এ সরকার ভেজালমুক্ত দেশ গড়তে পারবে নাঃ গয়েশ্বর চন্দ্র রায়
ওহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, আবদুল হামিদ সংসদের নয়, বরং আওয়ামী লীগের স্পিকার। বিরোধী দলের সাংসদদের ধমকানোর অধিকার স্পিকারের নেই। তিনি প্রয়োজনে তাঁদের বক্তব্য প্রত্যাহারের কথা বলতে পারেন।
৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ মিলনায়তনে ‘বিপন্ন দেশ, বিপন্ন জনগণ’ শীর্ষক এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে শপথ নেয়া যায় না। কিন্তু আদালতের ওপর প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। যথাসময়ে তাঁর দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে। এ সরকার ভেজালমুক্ত দেশ গড়তে পারবে না। কারণ এ সরকারের মধ্যেই ভেজাল। তিনি অভিযোগ করেন, সাগর-রুনি হত্যাকাণ্ডে সরকারের লোক জড়িত। এ জন্যই খুনের রহস্যের কূল-কিনারা এখনো হয়নি। সংগঠনের সভাপতি দেওয়ান সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক, মানবাধিকার-বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, সাংসদ সৈয়দা আসিফা আশরাফি, নির্বাহী কমিটির সদস্য গৌতম চক্রবর্তী প্রমুখ।