সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য আসাদ সরকারকে ১০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছেঃ বান কি মুন

সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য আসাদ সরকারকে ১০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছেঃ বান কি মুন

এসবিডি নিউজ 24 ডট কম,ডেক্সঃ সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ৬ এপ্রিল (শুক্রবার) জাতিসংঘের তথ্য দপ্তরের একটি বিবৃতির বরাত দিয়ে বিবিসি অনলাইন অনলাইন এ খবর জানিয়েছে। বিবৃতিতে বান কি মুন বলেন, ‘সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য আসাদ সরকারকে ১০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ওই সময়ের আগ পর্যন্ত তারা নির্বিচারে হত্যাযজ্ঞ অব্যাহত রাখবে। এ ধরনের সহিংস কার্যক্রম সিরিয়াবিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার লঙ্ঘন।’ সিরিয়ার নিরীহ জনগণের ওপর আসাদ অনুগত বাহিনীর এ ধরনের হামলাকে সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দাবির লঙ্ঘন বলেও উল্লেখ করেন বান কি মুন।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করার জন্য সিরিয়ার কর্তৃপক্ষ অবশ্যই দায়বদ্ধ থাকবে। তাই এখনই এগুলো বন্ধ করা উচিত।’
কোনো রকম শর্ত ছাড়াই জরুরিভিত্তিতে সিরিয়ার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বান কি মুন।
সিরিয়ায় গত দুই দিনে আসাদ অনুগত বাহিনীর হামলায় কমপক্ষে ১০০ ব্যক্তি নিহত হয়েছে বলে বিরোধী পক্ষ দাবি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক