দেশে হিন্দুদের বিয়ে সম্পর্কিত কোনো পূর্ণাঙ্গ আইন নেইঃ আইনমন্ত্রী
ওহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, নিবন্ধনের বাধ্যবাধকতা রেখে খুব শিগগিরই হিন্দু বিবাহ নিবন্ধন আইন করা হবে। ৭ এপ্রিল রাজধানীর ইস্কাটনে ‘হিন্দু নাগরিক অধিকার শীর্ষক’ এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশে হিন্দুদের বিয়ে সম্পর্কিত কোনো পূর্ণাঙ্গ আইন নেই-এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, তবে বিভিন্ন সময় হওয়া আইনগুলোতে বিয়ে ইস্যুতে কিছু বিধি-বিধান থাকলেও সেগুলো প্রায় ১০০ বছর আগের। তাই সংসদের আগামী অধিবেশনেই এ সংক্রান্ত বিল উত্থাপন করা হবে। হিন্দু বিবাহ নিবন্ধন আইন পাসের পর এ বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না বলেও জানান আইনমন্ত্রী। ব্যারিস্টার শফিক আরও বলেন, তবে হিন্দু নারীদের বিবাহ-বিচ্ছেদ, পুনঃবিবাহ আর সম্পত্তির উত্তরাধিকারের বিষয়ে আইন করার ক্ষেত্রে অনেক হিন্দু নেতার আপত্তি থাকায় এ বিষয়ে আরও আলোচনার দরকার।
আইনমন্ত্রী বলেন, হিন্দু নেতাদের আপত্তির কারণেই এগুলোর আইনি কাঠামো দেওয়া কঠিন। আর কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়াও সরকারের কাজ নয়।
বিয়ের সময় বাধ্যতামূলক নিবন্ধন ও কোনো সমস্যা হলে বিবাহ বিচ্ছেদের বিধান রেখে সম্প্রতি জাতীয় ও জেলা পর্যায়ের ৫০টি বেসরকারি নারী ও মানবাধিকার সংগঠন হিন্দু বিবাহ আইনের খসড়া তৈরি করেছে। দেশের বিভিন্ন জেলার ৩ হাজার ১১০ জন হিন্দু নারী ও তাদের পরিবারের ওপর চালানো জরিপের ভিত্তিতে এ আইনের খসড়া করা হয়েছে। নিবন্ধন আর বিচ্ছেদ ছাড়াও বাবা ও স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠা সংক্রান্ত বিধানও এতে রাখা হয়েছে।