৯ এপ্রিল দেশে ফিরছেন যুবরাজ সিং
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ অপেক্ষার পালা শেষ হতে চলেছে যুবরাজ সিংয়ের। লন্ডন থেকে কাল ৯ এপ্রিল (সোমবার) দেশে ফিরবেন ভারতের এই অলরাউন্ডার। খবরটা জানিয়েছেন যুবরাজ নিজেই। আজ টুইটারে তিনি লিখেছেন, ‘অবশেষে দিনটি এল। কাল দেশে ফিরছি আমি। বন্ধুবান্ধব, পরিবারকে দেখার তরই সইছে না আমার।’
যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গত মাসের মাঝামাঝিতে কেমোথেরাপির তৃতীয় পর্যায় শেষ হয় যুবরাজের। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিত্সকের পরামর্শে এত দিন লন্ডনে ছিলেন তিনি। পিটিআইয়ের খবরে বলা হয়েছে, কাল দেশে ফিরলেও মাঠে ফেরার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে ৩০ বছর বয়সী যুবরাজকে।
উল্লেখ্য, যুবরাজের ফুসফুসে টিউমার ধরা পড়ে গত বছরের অক্টোবরে। প্রথম দিকে বলা হচ্ছিল, সেই টিউমার ক্যানসার নয়। শেষ পর্যন্ত টিউমারকে ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যানসার হিসেবে চিহ্নিত করেন চিকিত্সকেরা। এ বছরের ফেব্রুয়ারিতে যুবরাজের চিকিত্সক যতীন চৌধুরী জানান, তাঁর ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ে এবং এটি জীবনঘাতী নয়। মে-জুন মাসেই ক্রিকেট মাঠে ফিরতে পারবেন তিনি।