বাড়ছে গুগল প্লাস
গুগল প্লাসকে যে যা-ই বলুক না কেন, তা প্রতি মাসেই একটু একটু করে বেড়ে চলেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে ২৭% বেশি ভিজিট পেয়েছে গুগল প্লাস। খবর ম্যাশএবল-এর।
এক্সপেরিয়ান হিটওয়াইজ নামের প্রতিষ্ঠান এসব তথ্য ম্যাশএবলকে দিয়েছে বলে জানা গেছে। এর আগে গুগলের সিইও ল্যারি পেইজ গুগল ব্লগে জানান, গুগল প্লাসের রয়েছে ১০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। তবে সক্রিয় বলতে তিনি কতটুকু সক্রিয় বোঝাচ্ছেন তা নিয়ে আবার অনেকেই প্রশ্ন তুলেছেন। কেননা, গত জানুয়ারিতে কমস্কোরের প্রকাশিত ডেটা অনুসারে, মানুষ গুগল প্লাসে গড়ে ৩.৩ মিনিট ব্যয় করেছেন। অন্যদিকে গুগল প্লাসের অন্যতম প্রতিদ্বন্দ্বী ফেসবুকে ব্যয় করেছেন ৭.৫ ঘণ্টা।
তবে গুগল প্লাস গুগলের সার্চ, ইউটিউবসহ অন্যান্য সার্ভিসের সঙ্গে জুড়ে দেয়াই এই সাইটটির অগ্রযাত্রা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে বলেও মত দিয়েছেন অনেকে।