বজ্রমেঘের প্রভাবে ঝড়ো বাতাসঃ সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল বজ্রমেঘের প্রভাবে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কায় মঙ্গলবারও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি গিয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এছাড়া দেশের সব অভ্যন্তরীণ রুটে ২ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। ফলে অভ্যন্তরীণ সব রুটে ৬৫ ফুটের নিচের নৌ-যান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।