চৈত্রের শেষভাগে বর্ষ বরণ উত্সবের প্রস্তুতি
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চৈত্রের শেষভাগে এসে বদলেছে আবহাওয়ার মেজাজ। মেঘলা আকাশ। হালকা বৃষ্টিও হচ্ছে রাজধানীতে। তবে তাতে বর্ষ বরণ উত্সবের প্রস্তুতি থমকে যায়নি। চারুকলা অনুষদে উত্সবমুখর পরিবেশ। তুমুল কর্মব্যস্ততা। জয়নুল গ্যালারির সামনে থরে থরে সাজানো চিত্রিত মাটির পাত্র। দেয়ালে শোভা পাচ্ছে জলরঙের চিত্রকর্ম। প্রাঙ্গণে, শ্রেণীকক্ষে নবীন শিক্ষার্থীরা কাজে মেতে আছেন। কেউ বাঁশ-কাঠ কাটাকুটি করছেন, কেউ কাগজ কাটছেন বিভিন্ন আকৃতির। হাতে সময় আর বেশি নেই। নববর্ষ কড়া নাড়ছে দ্বারে। বাঙালির প্রাণের এই আয়োজনকে বর্ণাঢ্য করে তুলতে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা বরাবরের মতোই নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। কেউ বা কাটছেন কাগজের মুখোশ আর কেউ কেউ তুলির আঁঁচড়ে রাঙিয়ে তুলছেন মুখোশগুলো। নানা রঙের বর্ণিল মুখোশগুলোই যে নববর্ষের শোভাযাত্রার সৌন্দর্য বৃদ্ধি করবে।