বগুড়ায় ৬ জন অপহরণকারী আটক এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব-১২
চপল সাহা, বগুড়া থেকে, এসবিডি নিউজ24 ডট কমঃ ১১ এপ্রিল (বুধবার) সকালে র্যাব-১২ স্পেশাল কোম্পানী, বগুড়ার কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি সুমিত চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন জলেশ্বরীতলা করতোয়া কুরিয়ার সার্ভিস অফিস, তিনমাথা রেলগেইট জালাল মার্কেটের অফিস, বগুড়া তিনমাথা ফেরদৌস আবাসিক বোডিং এর ৭ এবং ৮ নম্বর কক্ষ থেকে প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে। প্রতারকরা এক ব্যক্তিকে অপহরণের পর ১ লাখ টাকা করতোয়্ কুরিয়ারের মাধ্যমে পাঠানোর কথা বলে। বিষযটি র্যাব-১২ কে জানানো হলে করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে বিমান কুমার সরকারকে আটক করে। তার স্বীকরোক্তি মোতাবেক অপর আসামীদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এসময় র্যাব সদস্যরা অপহৃত আব্দুর রউফ মন্ডলকে উদ্ধার করে।
এ সংক্রান্তে অভিযোগকারী মোঃ আঃ মোমিন সরকার বাদী হয়ে উক্ত অপহরণ কারী আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে যার মামলা নম্বর ২১ তারিখ ১১ এপ্রিল ২০১২ ধারাঃ ৪২০/৩৮৫/৩৪ দঃ বিঃ।