আমরা মনে করি প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই হবেঃ সনি ইলেকট্রনিকস কোম্পানি
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ইলেকট্রনিকস কোম্পানি সনি বলেছে, তারা ব্যাপক লোকসান থেকে উদ্ধারে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই এবং চলতি অর্থবছরে পুনর্গঠন কাজে ১শ’ কোটি ডলার ব্যয় করবে। ১২ এপ্রিল (বৃহস্পতিবার) কোম্পানির নতুন প্রধান কাজুওহিরাই এক বিবৃতিতে বলেন, ‘আমরা মনে করি প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই হবে।’
সনি বলেছে, চলতি বছর পুনর্গঠনে কোম্পানির ৭ হাজার ৫শ’ কোটি ইয়েনের বেশি ব্যয় হবে।
হিরাই ওয়েলস’এ জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক কোম্পানির প্রধান নির্বাহী হাওয়ার্ড স্ট্রিনজারের স্থলাভিষিক্ত হয়েছেন। হিরাই বলেন, তার লক্ষ্য হবে ব্যাপক লোকসানে পতিত টেলিভিশন ইউনিটের মন্দাবস্থা কাটিয়ে তোলা। ওই ইউনিটের লক্ষ্য হচ্ছে ২০১৪ সাল নাগাদ লাভজনক অবস্থায় ফিরে আসা। ২০১৫ সাল নাগাদ প্রতিষ্ঠানটির মোট বিক্রয় দাঁড়াবে ৮.৫ ট্রিলিয়ন ইয়েন (১০ হাজার ৫শ’ কোটি ডলার)।
২০০৮ সালের ডিসেম্বরে পুনর্গঠনের ঘোষণা দেয়ার পর সর্বশেষ ছাঁটাইকৃতদের সংখ্যা সনির মোট শ্রমশক্তির প্রায় ৬ শতাংশ। বৈশ্বিক অর্থনেতিক সংকটের সময় কোম্পানি বিশ্বব্যাপী ১৬ হাজার কর্মী ছাঁটাই করে।