বগুড়ার কাহালুতে স্কুল ছাত্র নাঈমুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
চপল সাহা,এসবিডি নিউজ24 ডট কমঃ কাহালুর স্কুল ছাত্র নাঈমুরকে অপহরণের পর হত্যা ও ইট ভাটায় লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে ফুসে উঠেছে পৌর এলাকার সকল স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসী ।
১২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে কাহালু পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ রেলওয়ে বটতলায় বিদ্যালয়ের সভাপতি কামাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহীম আলী ধলু, বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ডাবলু, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান । সমাবেশে বক্তারা বলেন নাইমুলের হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যমত্ম আমরা ঘরে ফিরে যাবনা। তারা নাইমুলের হত্যাকারীর ফাঁসির দাবি করেন। এসময় মঞ্চে নাইমুরের বাবা ও মাকে আনা হলে তাদের কথা শুনে উপস্থিত হাজার হাজার ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসীরা কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। এরপর ইউএনও অফিসে স্মারকলিপি দেয়া শেষে এক পর্যায়ে উত্তেজিত ছাত্ররা রাসত্মায় কয়েকটি ভটভটি ভাংচুর করে এবং হত্যাকারী জাকারিয়ার বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর করে। একপর্যায়ে জাকারিয়ার পক্ষে কিছু নারীপুরুষ ছাত্রদের বাধা দিলে তাদের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুরো এলাকা রনক্ষেত্র পরিণত হয়।