৩৩তম বিসিএস পরীক্ষার কার্যক্রম তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট
নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ ৩৩তম বিসিএস পরীক্ষার কার্যক্রম তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে এই বিজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। অনলাইনে বিসিএস ফরম পূরণ করেও প্রবেশপত্র পাননি এমন ২০ জন পরীক্ষার্থী রোববার একটি রিট আবেদন করায় বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেয়। এক সপ্তাহের মধ্যে পিএসসির চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, পিএসসির সচিব, পিএসসির সব সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক ও টেলিটকের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি জারি করা পিএসসির বিজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে অংশগ্রহণ বঞ্চিত ২০ প্রার্থী ১৫ এপ্রিল (রোববার) রিটটি করেন। ১৬ এপ্রিল এ আবেদনের ওপর শুনানি হয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন এ কে এম ফায়েজ। তাঁকে সহায়তা করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।