খালেদ হোসাইনের কবিতা
খালেদ হোসাইনঃ
আমি তোমাকে সহজ হতে বলেছিলাম, যেমন সহজভাবে নেমে আসে সূর্য আমার আঙিনায়, সেভাবেই তোমাকে আহবান করেছিলাম আমার ওষ্ঠপুটে, ঋতু-নির্বিশেষে। জানি, কোনো ভঙ্গিই নতুন নয়, সবই পুরনো, ব্যবহৃত। আর অনেকেরই অভিযোগ কেন আমি ঝুঁকে থাকি নেপথলিনের গন্ধমাখা শব্দে, কেননা রক্তপাতের ইতিবৃত্ত কেউ জানতে চায় না, ফলে সৌহার্দ্যের চেয়ে বেশি বেড়ে ওঠে সংশয় আর অন্ধকার। তারা বলতে চায় আমার কবিতা অন্ধকারে মুদ্রিত এবং অন্ধকারের নিক্তি দিয়েই তা মাপা, তাই কারো বুকের আদ্যমত্ম আলোয় আবহমান কাল ধরে তা খেলা করবে না কোনো সীমাহীন প্রামত্মরে, মরাডালে কখনোই অঙ্কুরিত হবে না মহাকাল। আমি বিস্মিত হয়ে দেখি, মুগ্ধতাবোধ মুমূর্ষূ হয়ে এলে আমাকে সান্নিধ্য দিতে এগিয়ে আসে হাসপাতালের করিডোর, তখন নক্ষত্ররাত অমত্মরঙ্গ রাজ্যপাট গড়ে দিগমত্মজোড়া ঘাসজমিতে, আমাকে তখনও অভ্যর্থনা করে ছায়াস্মৃতি।