নুরুন্নাহারশিরীনের কবিতা (যে জীবন জাগে সন্ধেজালে..)

নুরুন্নাহারশিরীনের কবিতা (যে জীবন জাগে সন্ধেজালে..)

‍‍‍‌~~~যে জীবন জাগে সন্ধেজালে..~~~

>নুরুন্নাহারশিরীনঃ 

        বসেছি ঝাপসা দূর মনোহরপুরে । মনভর্তি উদাস দুপুর।

         দুপুরের পাশে যারা খুব আলগোছে রয়ে দেয় দুরন্ত সবুজ ..

         আমার অঝোর ছায়া ঝরে সেইসব শিকড়ের পানে ..

         শিকড় কি মায়া না কি? শিকড় কি ব্যথা?

         কি জানি আকাশভাষা খসে আসে হাতে ..

         মন বলে: হতে পারে । মন বলে: হতে পারে ।

 

         এব না বলা ভোর? এব ভোরাই?

         জীবনে না দেখা যত উড়ন্ত শিল্পের রঙ

         অলখ-অমোঘ বাজায় আমাকে মনোটোনাস সন্ধ্যায়।

         অবিকল হৃত কিছু আষাঢ়বিভায় দূর বসে জীবনের পাশে।

         আনন্দনে মেঘাকাশ যায় নাছোঁয়া শ্রাবণে।

         জীবন জানেনা যার মানে .. জীবন জানেনা যার মানে।

 

        মানে জেনে কাজ নেই আর আমারও বিসত্মর ঘোর গেল

        ঝুলন্ত জ্বলন্তকালে .. এইবার একাকী বসেছি দূরে ।

        মনভর্তি উদাস দুপুর জ্বেলে ছুঁয়ে যাচ্ছি মনোহরপুর।

        ছুঁয়ে আছি সন্ধেমাখা অতলজগৎজাল .. ভালো এই .. এই ভালো।

        এই আকাশপাতালতলে অর্চনার মনোজিয়া আলো .. এই তো শোনালো:

        ওগো ও জানালাগান, আছো ভালো? আছো ভালো?

        এ যেন অশ্রতডানা.. এ যেন অন্তরা .. আজন্মের জগৎশিকড় বাজালো !

        শোনা মাত্র মৃতপ্রায় শিকড়েও জীবন ঝলমলালো !

বিভাগীয় প্রধান