মোমিন মেহেদী পেলেন শেরে বাংলা সম্মাননা পুরস্কার
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ‘নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে’ ‘তরুণ আলোয় গড়বো দেশ বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারণ করে এগিয়ে আসা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সম্মিলিত সচেতন নাগরিক সমাজ-এর সম্ভাব্য মেয়র প্রার্থী তরুণ রাজনীতিক ও কলামিস্ট মোমিন মেহেদী সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি সরম্নপ শেরে বাংলা সম্মাননা পুরস্কার পেয়েছেন। ১৭ এপ্রিল সন্ধ্যা ৬ টায় জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এক আয়োজনে সাবেক প্রধান বিচারপতি আলহাজ্ব ফজলুল করিম এ সম্মাননা মোমিন মেহেদীর হাতে তুলে দেন। একাত্তর মিডিয়া ভিশনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি মঞ্জুর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
উল্লেখ্য, মোমিন মেহেদী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সর্ব কনিষ্ট মেয়র প্রার্থী। তিনি ১৯৮৫ সালের ২৮ আগস্ট জন্মগ্রহন করেন, সেই সূত্রে তাঁর বয়স মাত্র সাতাশ বছর। পৃথিবীর অন্যান্য দেশে সাতাশ বছর বয়সে রাজনৈতিক নেতা-জন প্রতিনিধি হওয়ার নজীর থাকলেও বাংলাদেশের ইতিহাসে মোমিন মেহেদী সর্ব কনিষ্ট মেয়র প্রার্থী বলে ইতিমধ্যেই ব্যাপক জন সমর্থন পেয়েছেন। তরম্নণ এই রাজনীতিবিদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ স্বাধীনতার চেতনা পুরুষদের পথ ধরে সম্পৃক্ত রয়েছেন বিভিন্ন সংগঠনের সাথে। পাশাপাশি পথ চলছেন সাহসের সাথে, সততার সাথে একটি সুন্দর নগরী তথা দেশ গড়ার লক্ষ্যে।