যে মুহূর্তে ইলিয়াস আলীকে ফেরত দেয়া হবে, তখনই হরতাল প্রত্যাহার করা হবেঃ মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে মুহূর্তে ইলিয়াস আলীকে ফেরত দেয়া হবে, তখনই হরতাল প্রত্যাহার করা হবে। অন্যথায় লাগাতার হরতাল চলবে।
২০ এপ্রিল (শুক্রবার) নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে দলটি রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এ হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। হরতাল প্রত্যাহারের এ আহ্বানের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘৪৮ ঘণ্টার বেশি হয়ে গেছে ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। অথচ তাঁকে উদ্ধারে সরকারের মন্ত্রী আশ্বাস দিলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন দেখা যায়নি।’ তিনি বলেন, ‘সরকারকে বলব ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন, তাহলে বিএনপি রোববারের হরতাল প্রত্যাহার করবে। তা না হলে লাগাতার হরতাল দিতে বাধ্য হবে বিএনপি।’
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।