পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ ।। ১ পুলিশ সদস্য সহ ১০ জন আহত
খন্দকার দেলোয়ার জালালী, পটুয়াখালী থেকে, এসবিডি নিউজ24 ডট কমঃ পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে সুলতান আহমেদ নামে ১ পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছে। বিএনপি অফিস ভাংচুড় করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিএনপি হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। দশমিনা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মাহফুজ জানান, সন্ধ্যায় হরতালের স্বপক্ষে একটি মিছিল বের করলে ছাত্রলীগ কর্মীরা অর্তকিত হামলা চালায়। এবং বিএনপি অফিস ভাংচুর করে।
দশমিনা উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন জানান, বিএনপির মিছিল থেকে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগ নেতা এনামুল হক ও বাহাদুর মুন্সি’র উপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক আলী হাওলাদার জানান সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে পুলিশ সদস্য সুলতান আহমেদের মাথা ফেটে গেছে। তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।