‘সেক্সি’ শব্দটা নেতিবাচক অর্থে গ্রহণ করা উচিত নয়
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ‘সেক্সি’ শব্দটা নেতিবাচক অর্থে গ্রহণ করা উচিত নয়—এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন ভারতের জাতীয় নারী কমিশনের প্রধান মমতা শর্মা। এরপর সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের শব্দের অর্থও বদলে যায় বলে মন্তব্য করেছেন মমতা শর্মা। ২২ এপ্রিল (রোববার) বিহারে একটি বেসরকারি সংস্থার (এনজিও) অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা শর্মা বলেন, ‘আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি না। সময়ের সঙ্গে সঙ্গে সেক্সি-জাতীয় শব্দের অর্থও বদলে যায়।’ সাংবাদিকেরা পরে শ্লীল-অশ্লীলতার প্রশ্ন তুললে তিনিও পাল্টা প্রশ্ন তোলেন বর্তমানে টেলিভিশনে প্রদর্শিত বিষয়াবলি নিয়ে। তিনি বলেন, ‘এখন কেউ টেলিভিশনের অনেক প্রোগ্রাম বাড়িতে সবাই মিলে বসে একসঙ্গে দেখতে পারেন না। কিন্তু এ ব্যাপারে তো কেউ কিছু বলে না।’
গত ফেব্রুয়ারিতে জয়পুরের একটি অনুষ্ঠানে মমতা শর্মা ‘সেক্সি’ শব্দটাকে বর্ণনা করেছিলেন ‘সুন্দর ও আকর্ষণীয়’ বলে। এর পর থেকেই নারী অধিকার আন্দোলনের কর্মীদের রোষানলে পড়েছিলেন তিনি। তবে এসব সমালোচনা পাত্তা না দিয়ে নিজের অবস্থানটাই ধরে রেখেছেন তিনি। সমালোচকদের উদ্দেশে বলেছেন, ‘আমি একটা ইতিবাচক অর্থেই কথাটা বলেছিলাম। অন্যদেরও এটাকে ইতিবাচক অর্থেই নেয়া উচিত।’