পটুয়াখালীতে জেলা শ্রমিকদল সভাপতি হারুন অর রশিদ গ্রেফতার
খন্দকার দেলোয়ার জালালী, পটুয়াখালী থেকে, এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে পটুয়াখালীতে ঢিলে ঢালা ভাবে হরতাল পালিত হচ্ছে। বেলা ১১টার সময় সবুজবাগ মোড় থেকে জেলা শ্রমিকদল সভাপতি হারুন অর রশিদ মনুকে আটক করেছে পুলিশ।
দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীন রুটে কিছু বাস চলাচল করেছ। সকাল থেকেই শহরে কিছু রিক্সা ও অটোরিক্সা চলছে।
শহরের গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।