ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় দেখতে চায় সিলেটবাসী

ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় দেখতে চায় সিলেটবাসী

সুমন দে,সিলেট প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপির সভাপতি এম. ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় আবার জনসমুক্ষে দেখতে চান আওয়ামীলীগ, জাতীয় পাটিসহ সবাই। তার সংসদীয় এলাকার (বালাগঞ্জ-বিশ্বনাথ) রাজনীতিবিদসহ সর্বসত্মরের মানুষ ‘তিনি বেঁচে আছেন’ এমন খবরে আশ্বস্থ হতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যমত্ম টিভির সামনে বসে থাকেন। এলাকার সচেতন মহল মনে করেন, ইলিয়াস আলী কেবল বিএনপি নেতা নন, তিনি এ এলাকার সন্তান এবং একজন সাবেক সাংসদ। সুস্থ্যভাবে রাজনীতি করার অঅধিকার তাঁর রয়েছে।

ইলিয়াস আলীর নিখোঁজের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, হত্যা-গুমের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী নয়। ইলিয়াস আলী আমার সংসদীয় এলাকার মানুষ এবং সাবেক সংসদ সদস্য। তার নিখোঁজ হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই চাই তিনি সুস্থ্য অবস্থায় আমাদের মাঝে ফিরে আসুন। তাকে উদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেন, ইলিয়াস আলী আমাদের শত্রম্ন নন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষ। দোয়া করি তিনি যেনো সুস্থ্যভাবে আমাদের মাঝে ফিরে আসুন। বর্তমান সরকার তাকে উদ্ধারের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব আহমদ বলেন, একটি স্বাধীন দেশে শুধু ইলিয়াস আলী নয়, যে কোনো নাগরিকেরই এভাবে গুম হওয়া সুশাসনের লক্ষন নয়।

সাম্যবাদী দলের কেন্দ্রিয় নেকতা কমরেড আফরোজ আলী বলেন, প্রত্যেক মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সর্ব মহলে আতংক দেখা দিয়েছে। সরকারের উচিত জনগণের আস্থা ফেরাতে ইলিয়াস আলীর ব্যাপারে আরো কার্যকর ব্যবস্থা নেয়া।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বালাগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি হাবীবা বেগম বলেন, ঘটনাটি দুঃখজনক। ইলিয়াস আলীর মতো রাজনীতিবিদকে গুম করা সম্ভব হলে আমাদের নিরাপত্তা নিয়েও আতংকিত হতে হয়। তাকে সুস্থ্য অবস্থায় উদ্ধারের জন্য আমরাও জোর দাবি জানাচ্ছি।

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ বলেন, ইলিয়াস আলী যে দলেরই লোক হোন না কেনো তাঁর নিখোঁজের ঘটনা দুঃখজনক। এ ঘটনা দেশ ও দেশের রাজনীতির জন্য অশুভ ইঙ্গিত।

এসবিডি নিউজ ডেস্ক