সিলেটে সোমবারের হরতাল চিত্র
সুমন দে,সিলেট প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সকাল ৬ টা থেকেই নগরীর কোর্ট পয়েন্টে এসে সমেবেত হতে চেষ্টা করেন বিএনপি নেতৃবৃন্দ। কিন্তু পুলিশের মারমুখি ভূমিকার কারণে কোট পয়েন্টে কোনো অবস্থান গ্রহণ করতে পারেন নি তারা। পরে জিন্দাবাজারস্থ একটি মার্কেটের সামনে অবস্থান নেন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি জিন্দাবাজার এলাকায় অবস্থান নেন ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীবৃন্দ। অন্যদিকে, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ ছাত্রদলের একাংশ অবস্থান নেন কেন্দ্রীয় শহিদ মিনারে। দুপুরে বিএনপি নেতৃবৃন্দ একটি মিছিল বের করেন। মিছিলটি জিন্দাবাজার এলাকার ওই মার্কেটের সামনে থেকে জিন্দাবাজার মোড়ে যাওয়ামাত্র পুলিশের বাধার শিকার হয়। এসময় নেতৃবৃন্দের সাথে পুলিশের ব্যাপক বাকবিতন্ডা হয়। পুলিশের মারমুখি ভূমিকার কারণে মিছিলটি আর এগুতে পারে নি।
সিলেট নগরের মানিক পীর মাজার গেইট এর সামনে ৩ জন মটরসাইকেল আরোহী দুপুর ২ টা ৩০ মিঃ দিকে চলন্ত CNG গাড়ীতে আগুন ধরিয়ে দেয়। CNG গাড়ীর নম্বার সিলেট ১২ থ ৬৬৬৪। CNG গাড়ীর ভিতরে বসা এক কিশোরের হাত পুড়ে যায়। জনগণ তাকে পাশের উইমেন্স মেডিকেল নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জন পুলিশ কর্মকর্তা জানান, সিলেট পুলিশ কমিশনার নির্দেশ করেন সিলেট নগরে যত মটর সাইকেল চলবে তাদের সব গুলর আরহিদের তল্লাশি জুরদার করার জন্য। এর পর সিলেট নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ জুরাল তল্লাশি চালায়। তবে, নগরের বিভিন্ন পয়েন্টে মটরসাইকেল এর ভিড় হরতালে ছিল লক্ষ্যজনক।