১৫ দিনে সিলেটে নিখোঁজ ৪
সুমন দে, সিলেট প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গুম, খুন, অপহরণ, নিহত। খবরের কাগজ অথবা অন লাইন পত্রিকা বা টেলীভিশন এর খবরের প্রধান শিরোনাম। আইন শৃংঙ্খলা বাহিনী সমালোচনার মুখে। কেউ-ই যেন কিছু জানে না কিংবা বলতে পারছে না। বিপাকে সাধারণ মানুষ!
গত ১৫ দিনে সিলেটের চার জন নিখোঁজ হন। সিলেটে একের পর এক নিখোঁজের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে রাজনীতিবিদসহ বিভিন্ন মহলে।
চলতি বছরের ৩ এপ্রিল সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল কর্মী জুনেদ আহমদ ঢাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৭ এপ্রিল সিলেট জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এ বিষয়টি দেশব্যাপী আলোচিত হলেও কোনো ক্লু পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। বিরোধী দল সরকারকেই ইলিয়াস আলী নিখোঁজের ব্যাপারে দায়ী করে আন্দোলন চালিয়ে গেলেও সরকার বলছে তারা জ্ঞাত নয়। এখন পর্যন্ত এ ঘটনাগুলোর রহস্য উদঘাটিত হয়নি। অবশ্য শেষাক্ত চার জনকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গন জমজমাট। অনিশ্চিত গন্তব্যে সারা দেশ!