চট্টগ্রামে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪
জালালউদ্দিন সাগর,চট্রগ্রম প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডটকমঃ চারদলের টানা তিন দিনের হরতালের পাল্টা কর্মসূচী আওযামী লীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল আজও অব্যাহত ছিলো। বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ জন। এর মধ্যে ২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সকাল ১১ টায় নগরীর দোস্ত বিল্ডিং এর সামনে থেকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, জেলা পরিষদ এর প্রশাসক আব্দস সালাম। মিছিলের এক পর্যায়ে উত্তর জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তর জেলা আওয়ামী লীগের গঠিত কমিটি নিয়ে বাক বিতন্ডায় প্রথমে হাতাহাতি পরে মারামারি শুরু হয়। উক্ত সংঘর্ষে আহত হন উত্তর জেলা আওয়ামী ছাত্রলীগের সহ সভাপতি এনামুল হক (২৯) এবং উত্তর জেলা ছাত্ররীগ কর্মী নুরুল আফসার (৩০) সহ ৪ জন।
চট্ট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ ফরিদ উদ্দিন আহমদ এসবিডি নিউজ২৪.কম কে জানান, এনামূল হক মাথায় আঘাত নিয়ে এবং আফসার পায়ে ছুড়িকাঘাতের আঘাত নিয়ে হাসপাতালে আসেন।
ঘঠনার প্রতক্ষ্যদর্শি উত্তর জেলা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ওমর ফারুক চেŠধুরী জীবন বলেন, ঘটনার সূত্রপাত মূলত উত্তর জেলা কমিটি গঠন নিয়ে, দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
এদিকে দূপুর দেড়টার দিকে আওয়ামীলীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আহতদের দেখতে হাসপাতালে আসেন।
এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয় নি বলে জানা গেছে।