যতদিন ক্ষমতায় থাকবো ততোদিন দেশের উন্নয়ন করেই চলবো ইনশাআল্লাহঃ আব্দুল জলিল
আববাস আলী, নওগাঁ প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁয় সোয়া ৭৩ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে দেড় যুগ পর ছোট যমুনা নদীর দুই তীরের প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল জলিল এমপি। ২৫ এপ্রিল (বুধবার) দুপুরে ডিগ্রী কলেজের সামনে ফলক উন্মোচন শেষে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডেও রাজশাহী বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সরদার সিরাজুল ইসলাম, নওগাঁর নির্বাহী প্রকৌশলী মোয়াতার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মালেক, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, ‘‘আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। যখনই ক্ষমতায় আসে তখনই দেশে উন্নয়ন হয়। যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন করেই চলবে ইনশাআল্লাহ।’’ নওগাঁ বাসীর প্রানের দাবী হওয়া সত্বেও জোট সরকার বাস্তবায়ন করে নাই। তারা শুধু নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। দেড় যুগ পর নওগাঁ শহর রক্ষার জন্য এ সরকারের আমলে পানি উন্নয়ন বোর্ড তা বাস্তবায়ন করছে ।