কঠোর কর্মসূচী পালনের করতে উত্তরবঙ্গবাসী প্রস্ত্তত থাকুনঃ সাইফুল ইসলাম
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বি এন পি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, গুম হওয়া বি এন পি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ মেলেনি ৯ দিনেও। তদমেত্মর নামে একের পর এক লোক দেখানো অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব-পুলিশ। যার ফলাফল বস্ত্তত অমত্মঃসার শূন্য। গত ১৭/৪/১২ তারিখ রাত হতে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকেই বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে ঘিরেই জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যমত্ম কমপÿÿ ৩০জনেরও বেশী দলীয় নেতা কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে র্যাব গোয়েন্দারা। এম ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকেই দলীয় লোকজনকে ঘিরে র্যাব পুলিশ ঘুরপাক খাচ্ছে। তাই এমন আই ওয়াশমূলক খোঁজাখুজি না করে গুম হওযা মানুষটিকে গুরম্নত্বের সাথে উদ্ধার করে প্রিয়জনের প্রতিÿায় প্রতিদিন পথ চেয়ে থাকা স্বজনের কাছে ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন। গতকাল বেলা ১২টায় নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয় সম্মুখে বি এন পি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওযার দাবীতে বিÿÿাভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, বি এন পি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া আল্টিমেটাম অনুযায়ী আগামী শনিবারের মধ্যে ইলিয়াস আলীকে ফিরিয়ে না দেয়া হলে রবিবার থেকে যে কঠোর কর্মসূচী ঘোষিত হবে তা শত কষ্ট সত্বেও পালন করার জন্য গোটা উত্তরবঙ্গকে অচল করে দিতে যে সকল গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে তা পালন করার জন্য উত্তরবঙ্গবাসীকে প্রস্ত্তত থাকার জন্য আহবান জানিয়েছেন। বিভিন্ন উপজেলা, ২১টি ওয়ার্ড বি এন পি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, সাংস্কৃতিক দলসহ সকল সহযোগী সংগঠনসহ সাধারণ জনতা সমেবেত হয়ে ইলিয়াসকে ফিরিযে দেওয়ার দাবী জানাতে হাজার হাজার লোকের অংশ গ্রহনে বিÿÿাভ মিছিল শহর প্রদÿÿণ শেষে দলীয় কার্যালযে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ইঞ্জিঃ মোসত্মফা আলী মুকুল এম পি। উপস্থিত ছিলেন ফজলুল বারী তালুকদার বেলাল, খাজা ইফতেখার আহমেদ, জানে আলম খোকা, মাহবুবর রহমান বকুল, মতিউর রহমান মতি, আব্দুর রশিদ শেখ, এ্যাড. সাইফুল ইসলাম, আব্দুর রাফি পান্না, ফজলুল হক রতন, শেখ তাহা উদ্দিন নাহিন, পরিমল চন্দ্র দাস, সহিদ উন নবী ছালাম, তৌহিদুল আলম মামুন, লাভলী রহমান, আরাফাতুর রহমান আপেল, মাহফুজুর রহমান রাজু, মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, আবু হোসেন সরকার আবুল, মোখলেছুর রহমান, মিজানুর রহমান মিজান, ফারম্নকুল ইসলাম ফারম্নক, আমিনুল ইসলাম সজল দেওয়ান, আবুল বাশার, রম্নসত্মম আলী, ফজলুল হক উজ্জ্বল, নিলুফা কুদ্দুস, বিউটি বেগম, শামীমা আক্তার পলিন, শফিকুল ইসলাম দুলাল, হুমায়ুন কবির গেদা, জাহেরম্নল ইসলাম, আঃ গফুর দারা, এম এ রশিদ, জাহাঙ্গীর আলম, শাহাবুল আলম পিপলু, আবু তালেব স্বপন দেওয়ান, ইখতিয়ার উদ্দিন রানা, সাখাওয়াত হোসেন, ফারম্নকুল ইসলাম ফারম্নক, শফিক, তুহিন, মিলন প্রমুখ।