বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাই কোর্ট
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
মোহাম্মদ সালেহ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ ২৬ এপ্রিল (বৃহস্পতিবার) এই আদেশ দেয়। ওই নির্বাচনের ঘোষিত তফসিল এবং ‘ক্রটিপূর্ণ ও ফোলানো-ফাঁপানো’ ভোটার তালিকার ভিত্তিতে পরিচালিত নির্বাচনী প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চেয়েছে আদালত। বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন এম আই ফারুকী ও নাজনীন নাহার। সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।