বগুড়ার আদমদীঘিতে ৭ হেরোইন সেবীর ১ মাসের বিনাশ্রম কারাদন্ড
চপল সাহা,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার আদমদীঘি উপজেলাতে ৭ হেরোইন সেবীর প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্রমান আদালত। ২৬ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে ভ্র্যাম্যমান আদালতের বিচারক আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মোল্লা মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
আদমদীঘি থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার শামিমূল হক তার এলাকা কুন্দগ্রামের হেরোইনসেবী কনক তালুকদার (৩৬), খায়রম্নল তালুকদার (৩২), জনি (২৮), আইজুল আলী (৩৫) আহন্মেদ আলী (৪২), পুলক সরকার, এবং রেজাউল ইসলাম (৩২) কে হেরোইন সেবনের সময় গ্রামবাসীর সহয়তায় আটক করে থানায় সোপর্দ করে। পরে আদমদীঘি থানা পুলিশ আটক মাদকসেবীদের ওই দিন দুপুরে উপজেলা ভ্র্যাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেক হেরোইনসেবীকে ১ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।